•   Tuesday, 04 Nov, 2025
LGED

এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন জাবেদ করিম

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নতুন প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী জাবেদ করিম। ০৩ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রকৌশলী জাবেদ করিম এর আগে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও বাস্তবায়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চলতি নভেম্বরে তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে তার কাজের তৎপরতা এবং দীর্ঘ চাকরি জীবনে সরকারের গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব পালন করায় তাকে এই পদে পদায়ন করা হয়। তিনি গ্রামীণ সড়ক, সেতু এবং অবকাঠামো উন্নয়নে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন।

জাবেদ করিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান। তার পিতা ফজলুল করিমও সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ছিলেন।

LGED
Comment As:

Comment (0)