হোটেল রিজেন্সির অবৈধ রুফটপ ভেঙে দিয়েছে রাজউক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতের তারকা হোটেল রিজেন্সির রূফটপের অনুমোদনহীন অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।
রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি, অনুমোদনহীন, নকশা বহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে টানা অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রোববার (১০ মার্চ) রিজেন্সিতে অভিযান পরিচালনা করেছে সংস্থাটি।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এই অভিযানটি পরিচালনা করেন।
অভিযানে রাজউকের ভ্রাম্যমাণ আদালত দেখতে পায় হোটেল রিজেন্সির রুফটপে রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে। অথচ রুফটপ ব্যবহারের বা রেস্টুরেন্ট পরিচালনার কোনো অনুমোদন তারা নেয়নি। অনুমোদনহীন এবং নকশা বহির্ভূতভাবে রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিল হোটেল রেজেন্সি কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় রুফটপের স্থাপনা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে উত্তরায় হোটেল হোয়াইট হল, হোটেল খাজানা এবং মেইড ল্যান্ড রেস্টুরেন্টকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। নকশা বহির্ভূত স্থাপনা, আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহারসহ বিভিন্ন কারণে এই রেস্টুরেন্টগুলোকেও পাঁচ লাখ টাকা করে জরিমানা করে রাজউক।