রাজউকের নির্মাণাধীন রূপসা এপার্টমেন্ট-এর লটারি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ০৯টি পরিত্যক্ত বাড়িতে বহুতল এপার্টমেন্ট ভবন নির্মান প্রকল্পের আওতায় নির্মাণাধীন রূপসা এপার্টমেন্ট-এর লটারি অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ রবিবার দুপুরে রাজউক অডিটরিয়ামে এ লটারি হয়।
স্বচ্ছতা নিশ্চিতে উন্মুক্ত লটারি পদ্ধতিতে আবেদনকারীদের উপস্থিতিতে রাজউক এ লটারি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৪৩ টি ফ্ল্যাট ও কার পার্কিং আই.ডি প্রদান করা হয়।
লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা। আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ নূরুল ইসলাম, সদস্য (এস্টেট ও ভূমি), রাজউক; মোহাম্মদ আব্দুল আহাদ, এন ডি সি, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ); মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অবঃ), সদস্য (উন্নয়ন); রাজউক-সহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঊর্দ্ধতন কর্মকর্তা, ফ্ল্যাট প্রত্যাশী আবেদনকারীবৃন্দ।