সৈয়দপুরে রেললাইন চুরির অভিযোগে প্রকৌশলী আটক


নীলফামারীর সৈয়দপুরে রেললাইনসহ মালামাল চুরি করে বিক্রির অভিযোগে এক প্রকৌশলীকে আটক করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধাকে কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকালে আটক করা হয় বলে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহামুদ-উন-নবী জানান।
পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানায়, ভোর রাতে প্রকৌশলীর কার্যালয়ের স্টোর ও ইয়ার্ডে সংরক্ষিত রেললাইন গ্যাস দিয়ে কেটে দুটি পিকআপে পাচার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মালামাল পাচারের আলামত পাওয়ার পর প্রকৌশলীকে আটক করা হয়। এ সময় সেখান থেকে গ্যাস সিলিন্ডার ও রেললাইন কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রকৌশলী সুলতান মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএনবি পার্বতীপুর থানার পরিদর্শক হাসান শিহাবুল ইসলাম বলেন, যেহেতু প্রকৌশলীর কার্যালয়টি পার্বতীপুরের অধীন তাই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পার্বতীপুর আরএনবি ব্যবস্থা নিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।
সৈয়দপুর রেলওয়ে থানায় এ সংক্রান্ত মামলা করার পর রেলওয়ে পুলিশ পাচার করা মালামাল উদ্ধার ও পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালাবে বলে জানান হাসান শিহাবুল।