•   Friday, 18 Oct, 2024
WASA TAKSIM

টানা ৭ম বারের মত আবারও ওয়াসার এমডি হলেন তাকসিম এ খান

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

প্রকৌশল সমাচার: ইঞ্জিনিয়ার তাকসিম এ খান আবারও ঢাকা পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন (ওয়াসা)এর এমডি পদে নিযুক্ত হলেন। এ নিয়ে টানা সপ্তম বারের মতো তিনি নিয়োগ পেলেন। ওয়াসার ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যে টানা ১৪ বছর ধরে একই পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি সেন্ট গ্রেগরি স্কুল থেকে মাধ্যমিক ও নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। কলেজ জীবন শেষে ১৯৭৫ সালে তিনি উচ্চশিক্ষার জন্য রাশিয়ায় যান এবং ১৯৮১ সালে মস্কোর একটি বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রপ্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিদেশে শিক্ষাজীবন শেষে ১৯৮১ সালে দেশে ফিরে তাকসিম ফিলিপস বাংলাদেশ লিমিটেডের প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৮৮ থেকে তিনি ঢাকার আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) এর প্রধান প্রকৌশলী হিসেবে যোগদান করেন এবং ১৯৯৮ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৪ অক্টোবর তিনি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিযুক্ত হন। 

Comment As:

Comment (0)