এবার আমেরিকার ভিসা নীতির আওতায় বাংলাদেশের গণ মাধ্যম!
বিশেষ প্রতিবেদক : বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বিশ্বের মোড়লখ্যাত প্রভাবশালী রাষ্ট্র আমেরিকা। সে লক্ষ্যে তারা গত মে মাসে ভিসা নীতি বা স্যাংশন আরোপের ঘোষণা দেয়। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিংকেন এ ঘোষণা দেন।
গত ২২ সেপ্টেম্বর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর মুখপাত্র এক বিবৃতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করবে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় জড়িত ব্যক্তিদের ওপর ভিসানীতি আরোপ করতে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওই ব্যক্তিদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। ভিসানীতির আওতায় পড়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের ওপরও এই নীতি প্রয়োগ হতে পারে।
এই নিয়ে যখন দেশে বিদেশে ঝড় বইছে তাতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের ভিসা নীতির আওতায় গণ মাধ্যমের ঘোষণা।
পিটার হাস তার গণ মাধ্যম পরিদর্শনের অংশ হিসেবে আজ চ্যানেল ২৪ এর কার্যালয়ে আসেন। সেখানে তিনি চ্যানেলটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। শেষে তিনি "মুক্ত বাক" নামক একটি টক শোর আলোচনায় অংশ নিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতির আওতায় গণ মাধ্যম রয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে আগামী ৩১ শে জানুয়ারি। সে হিসেবে ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারীর মধ্যে জাতীয় নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
USA VISA