•   Thursday, 21 Nov, 2024
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ল্লী বিদ্যুৎ সমিতি এবি পার্টি

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতি একীভূত করার দাবি এবি পার্টির

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূত করে আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। সোমবার (২১ অক্টোবর) দলীয় কার্যালয়ে নেতারা বলেছেন, আওয়ামী মাফিয়া সিন্ডিকেটের লুটপাটে বিধ্বস্ত বিদ্যুৎ খাত। বিগত কিছু দিন ধরে আমরা দেখছি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে সৃষ্ট সংকট জনগণকে নতুন করে ভোগাচ্ছে। এই সংকট সমাধানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে নতুন করে রিফর্ম করতে হবে।

‘বিদ্যুৎ সেক্টরের লুটপাট, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সৃষ্ট সংকট ও সমাধানে করণীয়’ বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বিগত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নসরুল হামিদ বিপুকে তিনি একনাগাড়ে এই মন্ত্রণালয়ে রেখেছেন শেখ পরিবারের লুটপাট অব্যাহত রাখতে। সেই অব্যবস্থাপনার ধারাবাহিকতা এখনও চলছে।’

তিনি বলেন, ‘আমরা দেখলাম, ফ্যাসীবাদের পতনের পর নতুন এক সংকট হাজির হলো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে। খবর নিয়ে আমরা জানতে পারলাম, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বেশ কয়েক বছর আগে থেকেই তাদের কিছু দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ ব্ল্যাক আউটের মতো কিছু কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে।’

 

এবি পার্টির সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও নাশকতাকে আমাদের পৃথক করতে হবে। আমরা মনে করি বিদ্যুৎ খাতকে বিশৃঙ্খল করতে বিগত সরকারের সুবিধাভোগী কিছু অংশ ও কিছু আমলা ইন্ধন যোগাচ্ছে। আমরা সরকারকে বলবো, পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো বিবেচনা করতে হবে।’

 

তিনি বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একত্রীকরণ করতে হবে এবং পল্লী বিদ্যুতে অস্থায়ীভাবে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করতে হবে।’

 

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, যুবপার্টি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমাইয়া শারমিন ফারহানা, আমেনা বেগম, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মোল্লা রনিসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

Comment As:

Comment (0)