•   Wednesday, 22 Jan, 2025
ফাওজুল কবির খান বিদ্যুৎ কর্মী ডিপিডিসি মেসার্স মুন পাওয়ার ইঞ্জিনিয়ারিং

আহত বিদ্যুৎকর্মীদের দেখতে হাসপাতালে বিদ্যুৎ উপদেষ্টা

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

রাজধানীর মানিকনগরে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কর্মী নিহত ও একজনের আহতের ঘটনার দায় সঞ্চালনের দায়িত্বে থাকা কেউ এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, বিদ্যুৎ লাইনে কাজ করা অবস্থায় কেন লাইন চালু করা হল, তা জেনে দায়িত্বশীল প্রত্যেককের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আহত বিদ্যুৎ কর্মীকে দেখতে যান বিদ্যুৎ উপদেষ্টা। সেখানে তিনি এসব কথা বলেন।

সোমবার সন্ধ্যায় ঢাকার মানিকনগর এলাকায় উচ্চচাপ (এইচটি ক্যাবল) বিদ্যুৎলাইনের তার পরিবর্তনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ লাইনের কর্মী (ফোরম্যান) মো. নবীর হোসেন মারা যান।

আহত হন মাসুম মিয়া ও রবিউল ইসলাম। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

ফাওজুল কবির বলেন, এর দায় ডিপিডিসি-ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঠিকাদারি প্রতিষ্ঠান এড়িয়ে যেতে পারে না; এই অবহেলার জন্য একজন মারা গেছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন।এটি দুর্ঘটনা নয়, এটি সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা; এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।

হাসপাতালে পরিদর্শনে যাওয়ার আগে মানিকনগরে ঘটনাস্থল পরিদর্শন করে কেন এই দুর্ঘটনা ঘটল তার কারণ দ্রুত উদঘাটনের জন্য তাগিদ দেন ফাওজুল কবির।

বিদ্যুৎ লাইনকর্মী (ফোরম্যান) মো. নবীর হোসেন ডিপিডিসির মানিকনগর ডিভিশনের বাৎসরিক ঠিকাদার মেসার্স মুন পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, ডিপিডিসি ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comment As:

Comment (0)