•   Friday, 18 Oct, 2024

হোটেল থেকে বিআইডব্লিউটিসির প্রকৌশলী আব্বাস উদ্দিনের মরদেহ উদ্ধার

Generic placeholder image
  প্রকৌশল সমাচার অনলাইন

রাজধানীর নয়াপল্টনে এক আবাসিক হোটেল থেকে মো. আব্বাস উদ্দিন (৫০) নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে নয়াপল্টনের হোটেল দ্য ক্যাপিটালের কক্ষের দরজা ভেঙে শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্বাস উদ্দিন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চট্টগ্রাম অফিসে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা মুরাদনগর থানার কাজিয়াতল গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

 

এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান। তিনি বলেন, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে আব্বাস উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এসআই কামরুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে শৌচাগারে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি আরও বলেন, আব্বাস উদ্দিন গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। ওইদিনই তিনি হোটেলে উঠেন। মঙ্গলবার দুপুরে তার হোটেল ছাড়ার কথা ছিল। দুপুর গড়িয়ে বিকেল হলে তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে হোটেল কর্তৃপক্ষ। ফোনে সাড়া না পেয়ে তার কক্ষে গিয়ে দরজা বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া-শব্দ না পেয়ে রাতে পল্টন থানায় খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।

 

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানিয়েছেন, আব্বাস চট্টগ্রাম সদরঘাটে বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। অফিসের কাজে ১৩ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছিলেন।

Comment As:

Comment (0)