•   Tuesday, 17 Sep, 2024
বুয়েট ছাত্ররাজনীতি

বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধে ফের প্রজ্ঞাপন জারি করলো প্রশাসন

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

২০১৯ সালে আবরার ফাহাদ হত্যাকান্ডের পর তীব্র আন্দোলনের মুখে দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্ররাজনীতি অফিসিয়ালি ঘোষণা দিয়ে নিষিদ্ধ করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর আবার ছাত্র অসন্তোষ দেখা দেয় ক্যাম্পাসে। কারণ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বুয়েটের দু জন শিক্ষার্থী (হাসিন আজফার, ইইই, ১৭ ব্যাচ এবং ইমতিয়াজ রাব্বি, সিভিল, ২১ ব্যাচ) কে স্থান দেওইয়া হয়। এতে সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে।

ছাত্রছাত্রীদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে আবারো প্রজ্ঞাপন দিয়ে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং কোনো শিক্ষার্থী অনুমোদিত ক্লাব/সোসাইটি ব্যতীত কোনো রাজনৈতিক দলের বা এর অঙ্গসংগঠনসহ অন্য কোনো সংগঠনের সদস্য হতে বা তার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরো বলা হয়, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে বর্ণিত নিয়মসমূহ যথাযথভাবে পালন করতে হবে এবং এটি অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বুয়েটের কোনো শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনো মাধ্যমে তাদের সাংগঠনিক/রাজনৈতিক পরিচয় ব্যবহার না করার জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে এতদ্বারা নির্দেশ দেওয়া হলো।

Comment As:

Comment (0)