প্রতারণা মামলায় অব্যাহতি পেয়েছেন নোয়াখালীর জনস্বাস্থ্য প্রকৌশলী আহসান হাবিব
তৃতীয় স্ত্রীর করা প্রতারণার মামলায় অব্যাহতি পেয়েছেন নোয়াখালী জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিম এই অব্যাহতির আদেশ দেন। মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল ওয়াদুদ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে গত ১০/৪/২০২২ তারিখে ডা. সুমনা ইসলাম বাদী হয়ে আহসান হাবিব এর বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, ও প্রতারণাসহ একাধিক বিষয়ে অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলার উপস্থাপিত বিষয়সমূহ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত থেকে আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে। যার। সি আর মামলা নং- ৫৭৫/২০২২, ধারা- ৪০৬/৪৯৪/৪৯৫।
আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুল ওয়াদুদ শাহীন জানান, গত ২০২২ সালে একান্ত ব্যাক্তিগত ও পারিবারিক বিষয়কে কেন্দ্র করে বর্ণিত নারীর অভিযোগের ভিত্তিতে আমার মোয়াক্কেলকে চাকুরী হতে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে তার উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের বিচক্ষণতায় ন্যায়বিচার প্রাপ্ত হয়ে বিভাগীয় মামলা হতে পরিত্রান পেয়েছে। তিনি যথানিয়মে দায়িত্ব পালন করে চলেছেন।
কিন্তু গত কিছুদিন থেকে সেই একই পারিবারিক ও ব্যাক্তিগত ইস্যুকে পুনরায় সামনে এনে তাকে হেয় করা ও চাকুরীর ক্ষতি স্বাধনের নিমিত্তে কতিপয় ব্যাক্তিবর্গ হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের মুখ্য উদ্দেশ্য তার ক্ষতিসাধন করা। উক্ত উদ্দেশ্যকে সফল করতে উক্ত কথিত ডাক্তার পরিচয় প্রদানকারী সুমনা ইসলাম কতিপয় ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিত্বকে ভুল বুঝিয়ে আমার মোয়াক্কেলের দপ্তরীয় কর্মকর্তাকে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে। মামলার উপস্থাপিত বিষয়সমূহ মিথ্যা প্রমাণিত হওয়ায় নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবকে আদালত থেকে আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ০৬ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আহসান হাবিবের তৃতীয় স্ত্রী দাবি করে ডা. সুমনা ইসলাম নামে এক নারী সংবাদ সম্মেলন করে। স্ত্রী হিসেবে স্বীকৃতি এবং সন্তানের পিতৃপরিচয় দাবি করে তিনি অভিযোগ করেন, তথ্য গোপন ও মিথ্যা আশ্বাসে তাকে বিয়ে করে নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। পরবর্তীতে ঠিকাদারি কাজ পাইয়ে দেয়ার নামে প্রতারণামূলকভাবে অর্থ আত্নসাত করেছেন তিনি।