আইইবিকে নিয়ন্ত্রণকারী নয় সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই- আইইবি সেক্রেটারি


স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইইই এবং সিভিল ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল ও গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রফেসর ড. সাব্বির মোস্তফা খান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইইই ডিপার্টমেন্টের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: নুর নবীর পরিচালনায় এবং সভাপতি ইঞ্জিনিয়ার ইমরান হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির সম্মানী ভাইস প্রেসিডেন্ট (এডমিন এন্ড ফাইন্যান্স) ইঞ্জিনিয়ার এটিএম তানভীরুল হাসান তমাল, সম্মানী সহকারী সম্পাদক ইঞ্জিনিয়ার মো: মাহবুব আলম (একাডেমিক এবং আন্তর্জাতিক), ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসান রাসেল (এডমিন এন্ড ফাইন্যান্স) এবং ঢাকা সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন তালুকদার।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, জুলাই উত্তর বাংলাদেশে সরকারী-বেসরকারী ইঞ্জিনিয়ার বলে কোন বৈষম্য করার সুযোগ নেই। যে যোগ্য সে এগিয়ে যাবেই, তাকে আটকিয়ে রাখার সুযোগ নেই।
অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হাসান অপু এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সেন্ট্রাল কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার গোলাম রহমান রাজীব।
STAMFORD