সিডিএর নতুন চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম
নিয়োগ পাওয়ার চার মাসের মাথায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে অবসরে থাকা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী নুরুল করিমকে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতিমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চেয়ারম্যানের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে সিডিএর বোর্ড সদস্যের পদ থেকে ৯ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন–সিটি করপোরেশনের কাউন্সিলর এম আশরাফুল আলম, কাউন্সিলর জিয়াউল হক সুমন, মুহাম্মদ আলী শাহ, মো. ফারুক, মুনির উদ্দিন আহমদ, জসিম উদ্দীন শাহ, আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী ও আলী আহমেদ।
নুরুল করিম চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের শৈলাকূপা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ প্রকল্পের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছিলেন। এর আগে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত প্রকৌশল একাডেমির পরিচালক ছিলেন। ২০১৫ সালে অবসরে যাওয়ার পর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করেন। এ ছাড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেন তিনি।
প্রকৌশলী নুরুল করিম সমকালকে বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম কাজ হবে সিডিএতে স্বচ্ছতা ও সততা প্রতিষ্ঠা করা। এ ছাড়া চট্টগ্রাম প্রকৃতির অপূর্ব দান। এখানে একপাশে সাগর, আরেক পাশে নদী ও পাহাড়। এ নগরীকে পরিকল্পিতভাবে সাজাতে পারলে এটি বিশ্বের দর্শনীয় স্থানে পরিণত হবে। নগর পরিকল্পনাবিদদের পরামর্শ নিয়ে চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে কাজ করব।’
গত ২৪ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে একটি পক্ষ।