•   Friday, 18 Oct, 2024

শপথ নিয়েছেন নব নির্বাচিত পাঁচ সিটি মেয়র ও কাউন্সিলরা

Generic placeholder image
  প্রকৌশল সমাচার ডেস্ক

প্রকৌশল সমাচার প্রতিবেদক: শপথ নিয়েছেন সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও গাজীপুরের নব নির্বাচিত পাঁচ মেয়র ও কাউন্সিলরা । সোমবার (৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা। মেয়রদের শপথ পড়ান  প্রধানমন্ত্রী আর বিজয়ী কাউন্সিলরদের শপথ বাক্য পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

শপথ নেয়া পাঁচ মেয়র হলেন- গাজীপুরে জায়েদা খাতুন, বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ও খুলনায় তালুকদার আবদুল খালেক, রাজশাহী’র এ এইচ এম খায়রুজ্জমান লিটন ও সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম।
মেয়রদের শপথ গ্রহণ শেষ হলে এই নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। 

গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচিত হন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

গত ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। রাজশাহী সিটিতে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জমান লিটন ও সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

(পিএস/এএইচ)

Comment As:

Comment (0)