মাত্র ১৪ বছর বয়সেই স্পেসএক্সের প্রকৌশলী বাংলাদেশের কায়রান
প্রকৌশল সমাচার ডেস্ক: ইলন মাস্কের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশের কায়রান কাজী। ৯ বছর বয়সে কলেজে পড়ে ১৪ বছর বয়সে কায়রান এ পদে যোগ দেয়।
অভাবনীয় মেধার অধিকারী ও বিশ্বে নতুন এক ইতিহাস সৃষ্টি করা কায়রান এক প্রতিক্রিয়ায় বলেছে, বয়স ও যোগ্যতার মানদণ্ড নয়; জীবনের এ মুহূর্তে আমি আনন্দিত।
কায়রান কাজী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পরিবারের সঙ্গে বসবাস করে। তার বাবা মোস্তাহিদ কাজী ও মা জুলিয়া চৌধুরী কাজী। তার মা মৌলভীবাজারের জুলিয়া শপিং সিটির স্বত্বাধিকারী। তার নামে তার নানা মৌলভীবাজার শহরে প্রতিষ্ঠা করেন কায়রান রেস্টুরেন্ট।
কায়রানের নানা প্রয়াত সাংবাদিক ও অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরী ছিলেন ষাটের দশকে দক্ষিণ সিলেটের বরেণ্য ন্যাপ নেতা। নব্বইয়ের দশকে দৈনিক সংবাদ যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ শুরু হয় গজনফর আলী ও সৈয়দা হাসনা বেগম দম্পতির হাত ধরেই।
কায়রানের নানি ষাটের দশকের ছাত্রনেত্রী ও বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক এমপি সৈয়দা হাসনা বেগম চৌধুরী বলেন, জুলাই থেকে কায়রান কাজে যোগ দেবে। নিঃসন্দেহে কায়রান আমাদের গর্ব, মৌলভীবাজার জেলা তথা বাংলাদেশের গর্ব।
জুলিয়া চৌধুরী কাজী ছেলে কায়রানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।