রিহ্যাব নির্বাচন: সুষ্ঠু ও উৎসবমুখর করতে ব্যাপক প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার। ভ্যানু নির্ধারণ করা হয়েছে খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে। ওই দিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলবে। রিহ্যাব এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের নির্বাচনে ৩২টি পদের বিপরীতে লড়ছেন ৯৩জন প্রার্থী। মোট ভোটার ৪৭৬ জন।
দীর্ঘ ১ দশকেরও পর হতে যাওয়া রিহ্যাব নির্বাচন নিয়ে আগ্রহ সব মহলে। ভোট গ্রহন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে সর্তক অবস্থানে রয়েছে প্রশাসন। নির্বাচনের দিন ভেন্যুতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং আইন-শ্ঙ্খৃলা বাহিনীর অন্যান্য সদস্যদের মোতায়েন করতে ইতোমধ্যে নির্বাচন পরিচালনা বোর্ড সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে।
অন্যদিকে, নির্বাচন নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে নির্দেশনা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত কুমার দে গণমাধ্যমকে বলেছেন, আমরা নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে করার সর্বোচ্চ চেষ্টা করছি।
নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরা মাধ্যমে মনিটরিং করা হবে। কেউ যদি বাইরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেও দেখা যাবে। আর উপরে কী হচ্ছে তা, নিচ থেকে বড় স্কিনের মাধ্যমে দেখা যাবে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।
জানা গেছে, প্রায় ১০ বছর পর এই বাণিজ্য সংগঠনের নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোট হচ্ছে। ফলে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা জমে উঠেছে। প্রার্থীরা ভোট চাইতে এখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নির্বাচনে এবার চারটি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছে। সেগুলো হচ্ছে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, সেঞ্চুরি রিয়্যালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ডেভেলপারস ফোরাম, রিহ্যাবের সাবেক সহসভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে নবজাগরণ প্যানেল এবং সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্বে জয় ধারা নামে একটি প্যানেল হয়েছে। চার প্যানেলের বাইরে আরও চারজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।