•   Monday, 03 Nov, 2025
IEB APM

আইইবি'র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে 6th Annual Paper Meet 2025 অনুষ্ঠানের লগো ও ট্রফি উন্মোচিত

Generic placeholder image
  নিজস্ব প্রতিবেদক

গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য 6th Annual Paper Meet 2025 অনুষ্ঠানের লগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান রমনা সদর দপ্তরের পুরাতন বিল্ডিং এর ২য় তলায় সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর সম্মানীয় প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু।
ইলেকট্রিক্যাল ডিভিশনের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মো: মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন মনি চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো ভিসি প্রফেসর ড. মোফাজ্জল হোসেন  এবং বুয়েটের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান প্রফেসর ড. এবিএম হারুন উর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু বলেন, ইঞ্জিনিয়ারদের গবেষণাধর্মী কাজে আরো বেশী এগিয়ে আসতে হবে। দেশে যত বেশী গবেষণা হবে ততই দেশ এগিয়ে যাবে। আইইবিকে ইঞ্জিনিয়ানিং সেক্টরের নেতৃত্ব দিতে হবে। 

তিনি আরো বলেন, ইলেকট্রিক্যাল ডিভিশন দীর্ঘদিন পর এমন গবেষণাধর্মী আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি এই পেপার সাবমিট অনুষ্ঠান দেশের বিদ্যুৎ খাতের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো: মোতাহার হোসেন বলেন, বার্ষিক পেপার মিট অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ারগণ গবেষণালব্ধ পেপার প্রেজেন্ট করবেন। আমরা আশাকরি সেখানে হাজারের উপর প্রফেশনাল ব্যক্তিদের মিলন মেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট (এডমিন এন্ড ফাইন্যান্স) এটিএম তানভীরুল হাসান তমাল,  ঢাকা সেন্টারের পচেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন তালুকদার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার কে এম আসাদুজ্জামান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল মাওলা, পেপার সাবমিশন উপ কমিটির সদস্য সচীব ইঞ্জিনিয়ার হযরত আলী, মিডিয়া উপ কমিটির সদস্য সচীব ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী সহ অনেকে।

IEB Electrical Division APM
Comment As:

Comment (0)