স্মার্ট বাংলাদেশে এসএমই উদ্যোক্তার ডিজিটাল প্রস্তুতি শীর্ষক কর্মশালা শুরু
নিজস্ব প্রতিবেদক : আজ থেকে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ধারাবাহিকতায় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের স্মার্ট টুলস/ AI প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে “স্মার্ট বাংলাদেশে এসএমই উদ্যোক্তার ডিজিটাল প্রস্তুতি” কর্মশালা আয়োজন করা হয়।
তিন দিন ব্যাপী কর্মশালায় উদ্যোক্তাদের স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সরকারের পরিকল্পনা, ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবসা পরিচালনায় নির্দেশনা ও নীতিমালা , সাইবার নিরাপত্তায় করণীয়, অনলাইন প্রচারে পণ্য ফটোগ্রাফীর গাইডলাইন, শিল্প বিপ্লব ৪.০ (IR 4.0), ব্লক চেইন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ধারনা, ব্যবসায় স্মার্ট টুলস (বিগ ডাটা এবং ক্লাউড কম্পিউটিং অন্যান্য) ব্যবহার এবং গুগল (Google) টুলস ব্যবহার করে ব্যবসা পরিচালনার প্রাথমিক বিষয়ে ধারনা প্রদান করা হবে।
কর্মশালায় বিভিন্ন খাতের ৪৫ জন উদ্যোক্তা অংশগ্রহন করে। উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান,উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। কর্মশালা সঞ্চালন করেন সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।
SME