খালেদা জিয়ার চিকিৎসায় আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকৌশল সমাচার প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনি প্রক্রিয়া মোকাবিলা করেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন। আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাকরাইলে আইডিইবি’র প্রতিনিধি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাই এখন কিছু বলা ঠিক হবে না। তিনি বলেন, ‘খালেদা জিয়া কয়েকটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নেয়ার সুযোগ পাচ্ছেন তিনি।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তাকে (খালেদা জিয়া) বিদেশে নিতে তার ভাই একটি আবেদন করেছিলেন। কিন্তু এখানে আইনি জটিলতা রয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে আবেদনটি আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এরপর কিছু করতে হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থায় যেতে হবে। প্রধানমন্ত্রীও গতকাল (শুক্রবার) এটা নিয়ে ব্রিফ করেছেন।’
যুক্তরাষ্ট্র দূতাবাসে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমি সংখ্যায় বলছি না, কিন্তু যুক্তরাষ্ট্র দূতাবাসে সর্বোচ্চ পুলিশ পাহারায় নিয়োজিত আছে।
আইডিইবি’র প্রেসিডেন্ট এ কেএমএ হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বক্তব্য রাখেন আইডিইবি সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।

ইঞ্জিনিয়ার জিহান আল রশিদ গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত

NSU SEPS অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত

প্রতারণা মামলায় অব্যাহতি পেয়েছেন নোয়াখালীর জনস্বাস্থ্য প্রকৌশলী আহসান হাবিব

গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ইঞ্জি.আবদুস সবুর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক সহকারী অধ্যাপক মুহাম্মাদ হামীদুর রহমানের ইন্তেকাল
